হাওড়া ব্রিজ (হিন্দি : हावड़ा ब्रिज) হচ্ছে ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। শক্তি সামন্তের পরিচালনায় চলচ্চিত্রটি ছিলো অপরাধ-সহিংসতাবাদী। … ১১ই ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, যার নামে দেশ-্বিদেশের সবাই এক দাকে চেনে কিংবা বলা যায় কলকাতার অন্যতম আকর্ষণ হাওড়া ব্রিজ, আর এই ব্রিজের ছবি তুলতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়েছেন অনেক প্রফেশনাল ও অ্যামেচার ফটোগ্রাফারই। কারণ বিস্ময়কর হলেও সত্যি, হাওড়া ব্রিজে ছবি তোলা নিষিদ্ধ। চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় স্বাধীন ভারতের সরকারও একই পন্থা নেয়। ব্রিজের ছবি তোলার উপর নিষেধাজ্ঞাকে ফিরিয়ে আনা হয়। সেই থেকে এখন অবধি জারি রয়েছে তা। কিন্তু আধুনিক সময়ে এই নিষেধাজ্ঞার মূল্য নেই বলে নিষেধ প্রত্যাহার করার কথা ভাবা হচ্ছে। আর তাতে উজ্জ্বল হয়ে উঠেছে শিক্ষানবিশ থেকে পেশাদার সব ফটোগ্রাফারের চোখই। হাওড়া ব্রিজ ছাড়া কলকাতার স্কাইলাইনের ছবি, ভাবাই যায় না যে। তবে, শীঘ্রই ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা পোর্ট ট্রাস্ট এই নিষেধাজ্ঞা তুলে নেবে বলে জানা যাচ্ছে। আজকের স্যাটেলাইট ইমেজের যুগে ওই নিষেধাজ্ঞার আর কোনও গুরুত্ব নেই বলে মনে করছে কর্তৃপক্ষ। শুক্রবার, হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গে রবীন্দ্র সেতু নামেও সুপরিচিত। কলকাতায় হাওড়া ব্রিজ হুগলী নদীর উপর প্রসারিত এবং ব্রিটিশদের একটি বিস্ময়কর প্রযুক্তি কর্ম বলে মনে করা হয়। বিশ্বের ব্যস্ততম প্রসারিত খিলান সেতুর মধ্যে হাওড়া ব্রিজ অন্যতম।, হাওড়া ব্রিজ প্রত্যহ প্রায় ৬০,০০০ যানবাহন ও অসংখ্য পথচারীর চলাচলের ভার বহন করে। হাওড়া ব্রিজ কলকাতা মহানগরী ও হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করে। তাই হাওড়া ব্রিজ এই মহানগরীর জীবনরেখা স্বরূপ। হাওড়া ব্রিজ কলকাতার হুগলী নদীর উপর অবস্থিত তিনটি ব্রিজের মধ্যে একটি। বস্তুত, এটি ঔপনিবেশিক শহরের সবচেয়ে ভাবপ্রবণ বৈশিষ্ট্য এবং একটি গুরুত্বপূর্ণ পরিচয় হিসেবে খ্যাত।, হাওড়া সেতু নির্মাণ করতে দীর্ঘ ৭ বছর সময় লেগেছে। হাওড়ার এই প্রসারিত খিলান সেতুর কাজ সম্পন্ন হয় ১৯৪৩ সালে। কলকাতায় হাওড়া ব্রিজ এই একই বছরের মধ্যে যানবাহন চলাচল এবং জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এই সেতুর নির্মাণে খরচ হয়েছিল প্রায় ২৫ লক্ষ টাকা। হাওড়া ব্রিজ এর পুরো কাঠামোটি রিভেট দ্বারা নির্মিত, যেখানে আপনি কোথাও নাট ও বোল্ট এর ব্যবহার দেখতে পাবেন না।, বর্তমানে, হাওড়া ব্রিজ কলকাতার প্রবেশদ্বার স্বরূপ, যেটি এই শহরকে হাওড়া স্টেশনের সাথে সংযুক্ত করে, যা হল কলকাতার মূল রেলওয়ে স্টেশন ও ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশন।, হাওড়া ব্রিজ ৭০৫ মিটার দীর্ঘ এবং ৯৭ ফুট চওড়া। হাওড়া ব্রিজের পরিকাঠামো ২৬,৫০০ টন প্রসারন সাধ্য ইস্পাত দ্বারা নির্মিত, যা দুটি স্তম্ভদ্বারা সাহায্যপ্রাপ্ত। প্রতিটি স্তম্ভ রাস্তার ঊর্ধ্বভাগে ৯০ মিটার জুড়ে অবস্থিত।, For different India Maps visit Mapsofindia.com. নিজস্ব প্রতিবেদক. হাওড়া ব্রিজে ছবি তোলা নিষিদ্ধ, এ বিষয়টি অনেকেরই জানা নেই। তাই দেশী-বিদেশী পর্যটক থেকে শুরু করে অনেক নামী পেশাদার ফটোগ্রাফারও ভুল করে ব্রিজের ছবি তুলে ঝামেলায় পড়েছেন। দীর্ঘ পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছে তাদের। এমনকী, টলিউড-বলিউডের বিভিন্ন ফিল্মে যে হাওড়া ব্রিজ দেখা যায়, তার শুটিং-এর জন্যও আলাদা করো পোর্ট ট্রাস্টকে টাকা দিয়ে অনুমতি নিতে হয়।, কিন্তু এবার সেই জট কাটতে চলেছে। কলকাতা পোর্ট ট্রাস্ট মনে করছে আজকের দিনে যে কেউ স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখতে পায় ব্রিজের ছবি। সেখানে নিরাপত্তার দোহাই দিয়ে ব্রিজে ছবি তোলা নিষেধের তালিকায় রাখার কোনও মানেই হয় না। তাছাড়া আজকাল সেলফোন ক্যামেরাতেও লোকজন ফটাফট ছবি তুলে নিচ্ছে। বস্তুত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, ব্রিজের এই নবরুপটি উদ্বোধনের সময় থেকেই। সেটা ১৯৪৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গনগনে আঁচ কলকাতাতেও পড়েছে। জাপানী বোমা হামলার আতঙ্ক ছিল শহরে। কলকাতা বন্দর নিষ্ক্রিয় করে দিয়েছিল জাপানী বোমারু বিমান। এই অবস্থায় হাওড়া ব্রিজ ছিল ব্রিটিশ সরকারের স্ট্র্যাটেজিক ইনস্টলেশন। ব্রিজের কোনও ছবি যাতে শত্রুপক্ষের হাতে না যায় সে ব্যাপারে চরম সতর্ক ছিল ব্রিটিশরা। ব্রিজের ছবি তোলা নিষিদ্ধ করা হয়। রাতে আলো জ্বালানো হত না। এভাবেই বন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরের হাওড়া ব্রিজকে রক্ষা করেছিল তারা।, মাগুরায় অনুষ্ঠিত হচ্ছে ৬৩০টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা, ক্যান্সারের তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গেছেন সঞ্জয় দত্ত, শিক্ষার ক্ষেত্রে বিশ্ব এক প্রজন্মগত বিপর্যয়ের মুখে পড়েছে :জাতিসংঘ মহাসচিব, অবশেষে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন ট্রাম্প, নেইমারের শূন্যতা পূরণ করবে ডেম্বেলে: উমতিতি. ভেঙে পড়া ইতিহাসের পাশে মাঝেরহাটের ভবিষ্যতের বেলি ব্রিজ, দেখুন ফটো গ্যালারি বহিরাগতদের মেনে নেবেন না মানুষ, BJP-র কেন্দ্রীয় নেতাদের নিশানা চন্দ্রিমার. This video is unavailable. মন্তব্য - আলোচনা যোগদান. Published : Monday, 16 November, 2020 at 7:29 … Press J to jump to the feed. The City of Joy. পরবর্তী খবর . সাইকেল নিয়ে হাওড়া ব্রিজ পার হচ্ছেন মানুষ। ফাইল চিত্র। শিবাজী দে সরকার ; কলকাতা ৮ নভেম্বর, ২০২০, ০৪:০৬:০৭ ; শেষ আপডেট: ৮ নভেম্বর, ২০২০, ০৪:১৬:৫৪ ; চিত্র এক: ট� পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সাজছে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। রঙিন আলোয় সাজানো হচ্ছে ব্রিটিশ আমেল তৈরি এই … হাওড়া : ... ও উলুবেড়িয়ার বোয়ালিয়ার মধ্যে ব্রিজ নির্মাণের দাবিতে পথে নামলেন কয়েক’শো মানুষ।হাওড়া জেলার শ্যামপুর-২ ব্লকের দেওয়ানতলা ও উলুবেড়িয হাওড়া ব্রিজ প্রত্যহ প্রায় ৬০,০০০ যানবাহন ও অসংখ্য পথচারীর চলাচলের ভার বহন করে। হাওড়া ব্রিজ কলকাতা মহানগরী ও হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করে। তাই হ� ফটো গ্যালারি ... কলকাতা; হাওড়া; হুগলি ; ২৪ পরগনা; বর্ধমান; দুর্গাপুর; আসানসোল; অন্য; Bengali News; west bengal news; kolkata news; majherhat bridge is opening from today, আজ খুলছে মাঝেরহাট ব্রিজ, সময় বদলাচ্ছ� হাওড়া আনুষ্ঠানিকভাবে নিজেই একটি শহর এবং এই শহরের বয়স প্রায় পাঁচশো, ... (হাওড়া ব্রিজ) -এর লাগোয়া রয়েছে। হাওড়া শহরের যাওয়ার জন্য হাওড়ার যমজ শহর ক� Also known as Rabindra Setu (named in honour of the great Bengali poet Rabindranath Tagore.) এই পাতাটি হাওড়া ব্রিজ (১৯৫৮-এর চলচ্চিত্র) নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। Watch Queue Queue হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু ) Bridge over Hoogly river connecting Calcutta (Kolkata) with Howrah. হাওড়া ব্রিজ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল 12:39 (IST) 08 Oct 20 পুলিশি প্রস্তুতি চলছে অভিযান ঘিরে ১৯২৬-এ পাস হয় ‘দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট’। সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ, যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইনসিদ্ধ। আইন পাস তো হলই, এর পর � Press question mark to learn the rest of the keyboard shortcuts 7.1k members in the kolkata community. bus fire minibus fire fire howrah bridge হাওড়া ব্রিজ. নৌ চলাচলের উপযোগী করে নতুন ব্রিজ নির্মাণ করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী . ফটো; ভিডিও ... পদ্মা সেতুর উপরে একশ বছরের পুরনো হার্ডিঞ্জ ব্রিজ। কিন্তু যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু রেল সেতুটি নির্মাণ হলে সেটি হবে দেশের সবচেয়ে বড় রেল নতুন হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত ও ভারসাম্যময় বহির্বাহু সেতু। ব্রিজটি ৭০৫ মিটার লম্বা এবং ৩০ মিটার চওড়া। ব্রিজটির উভয় পার্শ্বে ১৫ ফুট প্রশস্ত পায়ে হাওড়া ব্রিজ থেকে উঠতে চলেছে ফটো তোলার নিষেধাজ্ঞা News Sundarban.com : আগস্ট ৩০, ২০১৮ Kolkata24x7-Kolkata's leading Bengali News Portal brings you the latest news on Business, Entertainment, Sports, Finance, Politics, Horoscope, Wildlife, Science,Technology হাওড়া জেলা সম্পর্কিত তথ্য এখানে দেখানো হয়েছে। এখানে হাওড়া-র সমস্ত প্রকার মানচিত্র (নকশা) পাওয়া যেতে পারে। Find information about Howrah district in Bengali Language. Watch Queue Queue.